চট্টগ্রামে চোরাই স্বর্ণালংকারসহ কাজের বুয়া গ্রেপ্তার

ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশ চোরাই স্বর্ণালংকারসহ মাবিয়া খাতুন (৩৭) নামে এক কাজের বুয়াকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৮ জুন) রাতে আনোয়ারার বটতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মাবিয়া খাতুন ওই এলাকার আবদুল নবী ও সামুরা বেগমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডস্থ ৬ নম্বর রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় বুয়ার কাজ করতেন মাবিয়া খাতুন। গত ২১ মে ওই বাসা থেকে ২ ভরি ওজনের স্বর্ণের ১ টি গলার হার, ১টি চেইন ও ২ জোড়া কানের দুল চুরি করে কাজের বুয়া কৌশলে পালিয়ে যান । এ ঘটনায় গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে কাজের বুয়া মাবিয়া খাতুনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.