আরব বসন্তের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে না : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে এদেশে বহুবার আরব বসন্তের গল্প শোনানো হয়েছে। আরব বসন্তের স্বপ্ন আরবেই দেখতে হবে। বাংলাদেশে এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।

হানিফ নির্বাচনী প্রচারণায় বের হওয়ার আগে আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না, উৎসবমুখরই হবে।

সোমবার নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে হানিফ কুষ্টিয়া শহরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় জেলা আওয়ামী লীগের নেতারা অংশ নিচ্ছেন।

এমজে/

Leave A Reply

Your email address will not be published.